রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম শনিবার (২ রা অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকাল ৩টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর জানাতে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। যাইহোক, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিকাল ৪.২৫ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি।