জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ধর্মঘট নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।
এর আগে সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান। তিনি বলেন, “আজ সন্ধ্যা ৭টার বৈঠক অনিবার্য কারণে হবে না। কখন বা কোথায় বৈঠক হবে তা আমি আপনাদের জানাব।’
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আনিসুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিনিধি, পরিবহন মালিক নেতাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের নেতারা। মন্ত্রীর সঙ্গে দেখা করে তারা সাংবাদিকদের বলেন, ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার বা পরিবহন ভাড়া না বাড়ানো পর্যন্ত ধর্মঘট চলবে।
বৈঠক প্রসঙ্গে জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বলেন, “দুপুরে দু-একজন নেতা মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তবে এটা কোনো বৈঠক নয়।”
এর আগে গত ৪ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় শুরু হয় সমালোচনা।
ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
অন্যদিকে লঞ্চ মালিকরা সরকারকে ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় শনিবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেন মালিকরা।