সাতক্ষীরার তালা উপজেলার আড়ংপাড়া গ্রামের মৃত দবির আলীর ছেলে আজিজ খোকন মোড়লের ইজারা নেওয়া দুই বিঘা জমি নষ্ট করার অভিযোগ উঠেছে বিরোধী দলীয় নেতা আফসার শেখের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজ খোকন লাল্টু থেকে প্রতি বিঘা প্রতি বছর ১৬,০০০ টাকা হারে ধান চাষ করে দুই বিঘা (৩৩ শতক অনুযায়ী ৩ বিঘা) হারায়। আর কয়েকদিন পর ধান কেটে ঘরে নিয়ে আসতেন। এর ঠিক আগে পূর্ব শত্রুতার জের ধরে মৃত মফেজ শেখের ছেলে আফসার সব ধান পোড়া ওষুধ দিয়ে নষ্ট করে দেয়। তার আনুমানিক ক্ষতি হয়েছে ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে ভুক্তভোগী আজিজ খোকন বলেন, আফসার শেষ লাল্টুর আগে এই জমি আমার কাছ থেকে ইজারা নেওয়া হলেও জমির মালিক ঠিকমতো খাজনা না দেওয়ায় আমাকে জমি লিজ দেয়। এ কারণে সে আমার ধান পোড়ার ওষুধ দিয়ে পুড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, আমার দুই বেলার খাবার ঠিকমতো খাওয়া হয় না। অনেক কষ্টে ঋণ দিয়ে জমিতে ধান চাষ করছিলাম। এখন আমি একেবারে রাস্তায় বসে আছি। এখন ভিক্ষা করা ছাড়া উপায় নেই।