প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ডি-লিট উপাধি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।
রোববার (২১ নভেম্বর) উপাচার্য প্রফেসর ড. শিরিন আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় বিধিমালার ১০ নং বিধির ‘ক’ অনুযায়ী সিন্ডিকেটের (৫৩৭তম, জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান।
তিনি আরও জানান, এ সংক্রান্ত একটি প্রস্তাব রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় পরবর্তীতে তা বাস্তবায়ন করতে পারবে।