উলে গুনা সুলশারের জায়গায় অনেকের নাম শোনা যাচ্ছে। তালিকায় আছেন জিনেদিন জিদান, লুইস এনরিক, মাউরিসিও পচেত্তিনো, ব্রেন্ডন রজার্স এবং আরও অনেকে। ইউরোপীয় গণমাধ্যমের মতে, জিদান আগ্রহী নন। আর তা উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ এনরিকে। অবশ্য সামনের রানারের দিকেই বেশি কানে আসছে পচেত্তিনোর নাম।
ডেইলি মেইল জানায়, যে কোনো মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে প্রস্তুত পিএসজির আর্জেন্টাইন কোচ। যে কারণে মেয়াদ শেষ হওয়ার আগে পিএসজির মতো শক্তিশালী দল ছাড়তেও দ্বিধা করবেন না তিনি। আমি মনে করি না আপনি প্যারিসে খুব খুশি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসির মতো বড় তারকাদের দাম্ভিকতা সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছে ডেইলি মেইল। তাই ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে আবার দেখা অবাক হওয়ার কিছু নেই।
ম্যানচেস্টার ইউনাইটেড, এদিকে, মঙ্গলবার (২৩ নভেম্বর) ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিকের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে ভিলারিয়ালের মুখোমুখি হবে। লিগের শেষ ম্যাচে ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে হেরেছে সুলশার। দেখা যাক রেড ডেভিলরা কীভাবে সুলশার পরবর্তী যুগ শুরু করতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগে ড্র করলে শেষ ষোলো নিশ্চিত করবে জুভেন্টাস। তবে প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে টমাস টুখেলের দলকে থামানো পুরনো তুরিনের পক্ষে সহজ হবে না। তবে ড্র করলে কোনো বাধা থাকবে না চেলসির। অন্যদিকে কিয়েভের বিপক্ষে ড্র করলে বায়ার্ন মিউনিখও নিশ্চিত করবে শেষ ষোলো।