গল টেস্টের চতুর্থ দিনের শুরুতে দিন শেষে উইকেটে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া ডা সিলভা। কিন্তু সেটি পড়ে যায় ১১ উইকেটে। দ্বিতীয় ইনিংসে চার উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে বাকি সাতটি।
৯ উইকেটে ২২৪ রান দিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩০ রানে গুটিয়ে যায়। ৮ নম্বরে ব্যাট করতে নামা ডা সিলভা ১৫ রানে অপরাজিত থাকেন।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ কোরানারত্নে ৪ উইকেটে ১৯১ রানে ইনিংস ঘোষণা করেন। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন তিনি। করুণারত্নে তার ১০৪ বলের ইনিংসে ৯টি চার মারেন। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান অ্যাঞ্জেলো ম্যাথিউসের।
দ্বিতীয় ইনিংসে ৩৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে ৫২ রানে দিন শেষ করে তারা। প্রথম ইনিংসে অপরাজিত ১৫ রান করা ডা সিলভা উইকেটে আছেন। এই ইনিংসেও অপরাজিত আছেন ১৫ রানে। তার সঙ্গে উইকেটে থাকা আরেক ব্যাটসম্যান বোনার করেন ১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত দুই অঙ্কে পৌঁছেছেন এই জুটি। আগামীকাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৯৮ রান। আর শ্রীলঙ্কার দরকার মাত্র চার উইকেট।
আজ ওয়েস্ট ইন্ডিজকে এলোমেলো করে দিয়েছেন শ্রীলঙ্কার দুই স্পিনার। অফ-স্পিনার রমেশ মেন্ডিস ১১ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন। বাঁহাতি স্পিনার লাসিথ এমবুলডেনিয়া ১০ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।