সাতক্ষীরায় শতভাগ যোগ্যতা সম্পন্নদের পুলিশ সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত জ্ঞান, বুদ্ধি, ও দক্ষতার কাজে লাগিয়ে বাছাই করা হয়েছে। দীর্ঘ পরীক্ষা ও ধাপ অতিক্রম করে যারা নিয়োগ পাচ্ছেন তারা সকলে যোগ্যতা সম্পন্ন।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা পুলিশ লাইনস ডিলসেটে পুলিশ সদস্য কনস্টেবল নিয়োগ প্রার্থীদের নাম ঘোষনার পূর্বে এসকল কথা বলেন।
তিনি আরও বলেন, নিয়োগে কোন প্রকার অর্থ লেনদেন হয়নি। সকল মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। পিতা মাতার কষ্ট অর্জিত টাকা কোন দালালের কাছে দিয়ে ঠকবেনা। তোমাদের বয়স থাকলে আগামীতে আবার সুযোগ পাবে।
পুলিশে চাকুরী হলোনা বলে হতাশ হওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় আইজিপি নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সকলের মনে রাখতে হবে সম্পূন্ন দূর্ণীতি ও অনিয়ম মুক্ত নিয়োগ পেলো।
পুলিশ সদস্যরা, বিগত দিনের ন্যায় এবার সাতক্ষীরা থেকে সাধারন কোটা নারী, পুরুষ, মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় চাকরী পেলেন ৪১ জন। এদের কাছ থেকে কোন প্রকার অর্থ গ্রহন করা হয়নি। শুধুমাত্র একশত টাকা সরকারি খরচ বাবদ প্রদান করতে হয়েছে।
এসময় কয়েক জন নিয়োগ প্রাপ্তরা তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন, খুলনা পুলিশ সুপার কার্যালয়ের অতি: পুলিশ সুপার সুশান্ত সরকার, অতি: পুলিশ সুপার সনিয়া পারভিন, অতি: পুলিশ সুপার সাতক্ষীরা মো: ইকবাল হোসেন, সাতক্ষীরা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।