অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ৩৮টি বাসকে ২ লক্ষ ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর ১২টি স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, সোমবার ভ্রাম্যমাণ আদালত ১৮৪টি ডিজেলচালিত বাস ও মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে অতিরিক্ত ভাড়ার বিষয়টি খতিয়ে দেখেন। এতে ৩৮টি ডিজেল চালিত বাসের বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে ৪টি বাস ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সারওয়ার আলম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তদারকি করেন।