বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন এবং সকাল থেকে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির কয়েকটি নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলে বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সাথে সাথে দমকা ও ঝোড়ো হাওয়া হতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সকালে পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। মংলা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।