শ্রীলঙ্কান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), রবিবার শুরু হয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে ক্যান্ডি ওয়ারিয়র্স ও ডাম্বুলা গ্ল্যাডিয়েটরস। যেখানে ক্যান্ডির হয়ে খেলছেন বাংলাদেশের ফাস্ট বোলার আল আমিন হোসেন।
ম্যাচে প্রথমে ব্যাট করে ডাম্বুলা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করে। ক্যান্ডির হয়ে দুটি উইকেট নিলেও আল আমিন তার চার ওভারের স্পেলে ৩৬ রান খরচ করেছেন। মূলত প্রথম ও শেষ ওভার খারাপ হয়েছে।
ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার ডাক পান আল আমিন। প্রথম বলেই বাউন্ডারি হজম করেন তিনি। ওভারের শেষ বলে একটি চারসহ মোট ১৪ রান দিয়ে বসেন তিনি। ফলে তাকে আর আক্রমণ রাখা হয়নি।
তবে দশম ওভারে আল আমিন দ্বিতীয়বার আক্রমণে এসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। মাত্র দুই রান খরচ করে ফিল সল্টকে ড্রেসিংরুমে পাঠান ডাম্বুলা। আল আমিনের বলে বড় শট খেলতে গিয়ে ২৭ বলে ৬৪ রান করে হাওয়ায় ভাসলেন সল্ট।
আল-আমিনকে পরে ডেথে আবার আনা হয়। ইনিংসের ১৮ তম ওভারে, তিনি খুব বৈচিত্র্যময় বোলিংয়ে মাত্র চার রানে নুয়ানিদু ফার্নান্দোর উইকেট নেন। শেষ ওভারটা ভালো হয়নি। ইনিংসের ২০ তম ওভারে আল আমিন জোড়া ছক্কায় ১৬ রান খরচ করেন।