চট্টগ্রামের হাটহাজারীতে একটি ভোটকেন্দ্রে অস্ত্র ও গুলিসহ মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ তাকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজার বিরুদ্ধে আদালতে আপিল করেন রনি।
রোববার (১২ ডিসেম্বর) শুনানি শেষে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তারের আদালত এ সাজা খারিজ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই বছরের সাজা বাতিল চেয়ে আপিল করা হয়েছে। আদালত আপিল মঞ্জুর করে সাজা বাতিল করেন।
জানা গেছে, ২০১৬ সালের ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের একটি ভোটকেন্দ্র থেকে রনিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গোলাবারুদ, ২৬,০০০ টাকা নগদ এবং একটি সিল উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। একই ঘটনায় তার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র মামলা হয়েছে। পরে ওই বছরের ২৫ মে জামিনে মুক্তি পান রনি।
তবে রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় দায়ের করা অস্ত্র মামলাটি ভ্রাম্যমাণ আদালতের সাজা বাতিল হলেও আদালতে বিচারাধীন রয়েছে।