1. admin@deshsangbad24.com : admin :
শনিবার, ১১ মে ২০২৪, ১০:০০ অপরাহ্ন

ভারতে রাস্তায় ঘুরছিলেন স্মৃতি হারিয়ে হাসিনা বানু; ফিরছেন ৭ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ জন দেখেছে

চার বছর আগে মুম্বাইয়ের পানভেল থেকে হাসিনা বানুকে যখন উদ্ধার করে পুলিশ, তিনি নাম-পরিচয় কিছুই বলতে পারছিলেন না। উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরছিলেন। ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়। তাদের তত্ত্বাবধানে চলতে থাকে মানসিক চিকিৎসা। সুখবর হচ্ছে, ধীরে ধীরে নিজের নাম-পরিচয়, বাড়ির ঠিকানা সব মনে পড়েছে হাসিনা বানুর। জানিয়েছেন, বাড়ি বাংলাদেশের খুলনা জেলায়, সংসারে স্বামী-সন্তানও রয়েছে। তাদের সঙ্গে দেখা করতে আর তর সইছে না এ নারীর।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৫০ বছর বয়সী হাসিনা বানু শিগগির খুলনায় ফিরবেন। বাড়িতে স্বামী ও পাঁচ সন্তান তাকে দেখার জন্য উন্মুখ। তাদের সঙ্গে ফোনে কথাও হয়েছে এ নারীর।

হাসিনা বানুর স্মৃতি ফেরাতে সহায়তা করেছে সোশ্যাল অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল অ্যাসোসিয়েশন ফর লাভ (সিল) নামে একটি বেসরকারি সংস্থা। এটি মূলত আশ্রয়হীন বা হারিয়ে যাওয়া মানুষদের পরিবারের সঙ্গে মিলিয়ে দিতে সহায়তা করে। এতদিন তাদের পানভেলের একটি আশ্রয়কেন্দ্রেই রয়েছেন হাসিনা বানু।

সিলের প্রতিষ্ঠাতা ধর্মযাজক কে এম ফিলিপ বলেন, হাসিনা বানু ২০১৮ সালে বিভ্রান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত গৃহহীন এক নারী হিসেবে আমাদের কাছে এসেছিলেন। তবে মানসিক চিকিৎসার পর ধীরে ধীরে তার অতীতের টুকরো টুকরো স্মৃতি মনে পড়তে শুরু করে। যেমন- খুলনা, এর পাশের জেলা বাগেরহাট। তিনি বাহরানি পার্ক এলাকার কথাও উল্লেখ করেছেন। তার তিনটি মেয়ে ও দুই ছেলে রয়েছে।

এসব কথা মনে পড়ার পর ভারতীয় সমাজকর্মীরা দ্রুত বাংলাদেশ-ভিত্তিক একটি বিচার ও সেবা বিষয়ক সংগঠনের সঙ্গে যোগাযোগ করে। সংগঠনটির প্রতিনিধি মুক্তা দাশের প্রচেষ্টায় হাসিনা বানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

হাসিনা বানুর এক ছেলে খুলনায় রিকশা চালান। সম্প্রতি তাদের মধ্যে ফোনে কথা হয়েছে। মা এখনো বেঁচে রয়েছেন শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

ফিলিপ বলেন, হাসিনা বানু কাজের সন্ধানে আরও কয়েকজন বাংলাদেশির সঙ্গে ভারতে এসেছিলেন। সাত বছর আগে তিনি বেঙ্গালুরুতে ওই দলটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ও মানসিক ভারসাম্য হারান। ওই অবস্থায় ট্রেনে ভ্রমণ করতে করতে একসময় পানভেলে নামেন। সেখানে স্থানীয় পুলিশ তাকে দেখতে পেয়ে আমাদের কাছে নিয়ে আসে।

সিলের আশ্রয়কেন্দ্রে থাকা হাসিনা বানু বলেন, বেঙ্গালুরুতে ট্রেনের ভেতর ঘুমিয়ে পড়লে কেউ আমার সব টাকা ও জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দলের বাকি সদস্যদের খুঁজে পাচ্ছিলাম না, কোন স্টেশনে পৌঁছালাম তাও জানতাম না। মনে হয়, এমন কিছু খাওয়ানো হয়েছিল, যার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, এখন আমি বাড়ি গিয়ে স্বামী-সন্তানদের সঙ্গে দেখা করতে চাই। সন্তানেরা অবশ্যই অনেক বড় হয়ে গেছে।

এম জৈনাম্মা নামে এক ভারতীয় সমাজকর্মী জানান, কাছে পাসপোর্ট বা অন্য কাগজপত্র না থাকায় হাসিনা বানুকে অবৈধ অভিবাসী হিসেবেই ধরা হচ্ছে। তিনি বলেন, আমরা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা পরিস্থিতি বুঝতে পেরেছে ও কিছু দিন আগে হাসিনা বানুকে দেশে যাওয়ার অনুমতি দিয়েছে।

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Tags

এবার প্রাথমিক ডিম-দুধ-মৌসুমী ফল খাওয়ানোর প্রস্তাব করা হয়েছে কংগ্রেসে ভাঙন: মমতা ঘোলা জলে 'বড় মাছ' ধরার চেষ্টা করছেন কাবুলের মসজিদ বিস্ফোরণে দুইজন নিহত কুরআনের মানুষের অধিকার কি? কোল্ড স্টোরেজ মালিকরা প্রতি কেজি আলুর ভর্তুকি চান ৯টাকা খুলনায় পেঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে জাপানিদের বাড়ির বাইরে ভ্রমণের জন্য লাগবে টিকা সনদ জিমেইল সুরক্ষিত রাখতে যা করতে হবে ঝাল বেড়েছে সবুজ মরিচে ২৪০ টাকা কেজি! তিনজন আহত দলে ফেরার পর সাকিব বোলিং এবং ফিল্ডিংয়ে শক্তিশালী ছিলেন নির্বাচন কমিশন রাজ্য সরকারকে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা দেওয়ার অনুমতি পাকিস্তানি তালেবানদের শান্ত করার জন্য ইমরানের উদ্যোগ পিকআপ সিটের পিছনে ৩৮ কেজি গাঁজা পাওয়া গেছে বিএনপি চোখ হারানো নেতা শাহজাহানের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ বিবর্ণ মোস্তাফিজ; চেন্নাইয়ের ১৮৯ রতুরাজের সেঞ্চুরি ব্রিটিশ আমেরিকান তামাক: গবেষণা ক্ষতিকর তামাকের প্রচারের দিকে পরিচালিত করে ভিপি নূরকে 'অনৈতিক' বলার কোন প্রমাণ নেই ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু মাঝ আকাশে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে দুইজন নিহত মেয়র আতিক উচ্চশিক্ষায় গবেষণার গুরুত্বের প্রতি আহ্বান জানান যাত্রাবাড়ীতে বর্জ্য ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ রাজধানীর একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন রিং আইডির সাইফুল দুই দিনের রিমান্ডে রিয়েলমি জিটি মাস্টার হল দেশের প্রথম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ৫জি প্রসেসর লিবিয়া ইউরোপে যাওয়ার পথে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসীকে আটক শতভাগ প্রবীণ নাগরিক ভাতার আওতায় আসবেন শ্যামনগরে সবজি বাজার সুরক্ষার দাবিতে মানববন্ধন সবাইকে বাঙালিয়ানা চর্চা পুনরুজ্জীবিত করতে হবে: ইনু সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে সাতক্ষীরায় র‌্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরায় সবজি উৎপাদন কৌশল সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল প্রতাপনগরের মানুষ ভাসমান সেতু পেয়ে খুশি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন বিষয়ে মতবিনিময় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন; বিচার বিভাগ অন্ধকারের বিরুদ্ধে ভোরের সূর্য সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকে কোম্পানীর সেই সাইনবোর্ড বিক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদে অপসারণ সাতক্ষীরায় আ.লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থীরা তালিকা নিয়ে হট্টগোল! সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ২৫ পিস স্বর্ণের গহনা আটক সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস সাতক্ষীরায় র‌্যাব-৬ এর অভিযানে সেনাবাহিনীর এক ভূয়া সদস্য আটক সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বাঘের চামড়া উদ্ধার ৪০ দিন জামাতে প্রার্থনা করলে কি লাভ?
© All rights reserved © 2023 দেশ সংবাদ ২৪
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি