1. [email protected] : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৯ আসামির ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত কুষ্টিয়ায় র‍্যাবের অভিযান একাধিক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভেড়ামারার প্রবীণ সাংবাদিক আনছারুল হক আর নেই মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উন্নয়ন মেলা উদ্বোধন বাবাকে খেতে না দেওয়ায় স্বামী স্ত্রী’র দ্বন্দে স্বামীর আত্মহত্যা কুষ্টিয়ায় ১৬ মাসে ৬৬ সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি দৌলতপুর সীমান্তে সাপের কামড়ে বাংলাদেশির মৃত্য ১৭ দিন পর লাশ ফেরত জঙ্গিতাণ্ডব ও হত্যার ভয়ঙ্কর জল্লাদ বিএনপি কুষ্টিয়ায়-ইনু কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত কুষ্টিয়া লোকসানে চিনিকল বন্ধ হয়েছে

সাতক্ষীরার আম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৬৩ জন দেখেছে

আমের স্বর্গরাজ্য সাতক্ষীরার গোবিন্দভোগ আম দেশের গোন্ডি পেরিয়ে বিদেশে যাচ্ছে। জেলা ব্যাপি আম আর আম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আম সংশ্লিষ্টদের কর্মব্যস্ততার যেন শেষ নেই। আম পাকতে শুরু করায় বেশ জোরেশোরেই আম পাড়া এবং বেচাকেনার উৎসব শুরু হয়েছে। শুক্রবার থেকে ব্যবসায়ীরা এ মৌসুমে আমের প্রথম চালান ঢাকায় পাঠিয়েছে। আম কিনতে দেশের পাইকারী ব্যবসায়ীরা এখন সাতক্ষীরার ব্যস্ত সময় পার করছে।

ভৌগোলিক কারণে দেশে প্রথম আম পাকে সাতক্ষীরায়। তাই মৌসুমের প্রথম আম পেতে ফলপ্রেমীদের কাছে সাতক্ষীরার আমের চাহিদা বেশি। প্রথম দিনে জেলা থেকে প্রায় ১০ ট্রাক গোবিন্দভোগ ও গোপালভোগ আম ঢাকায় পাঠানো হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। চলতি মৌসুমে কয়েক কোটি টাকার আম ক্রয়-বিক্রয় হবে বলে আম ব্যবসায়ীরা মনে করছেন। তবে সিন্ডিকেটের কারণে আমের প্রকৃত দাম না পাওয়ার শঙ্কায় চাষিরা।
তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, গাছে ফলন কম হওয়ায় এ বছর সকল আম ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর গরমের তীব্রতায় আগেভাগেই আম পেকেছে। বড় জাতের গোবিন্দভোগ আম ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দরে মণ বিক্রি হচ্ছে। সরকারি নির্দেশনায় ৫ মে থেকে জেলাব্যাপী গোবিন্দভোগ গাছ থেকে আম ভাঙা শুরু করেছেন ব্যবসায়ীরা। গত ২৭ মার্চ সরকারি কর্মকর্তা ও আম ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় জেলায় আম ভাঙার সময়সীমা নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। সেখানে ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম, ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও পহেলা জুন আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশনা দেওয়া হয়।

সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, গত বছর ৪ হাজার ১১০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছিল। চলতি বছর ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আবাদ বাড়লেও এ বছর ৫০ ভাগ গাছেই আসেনি আমের মুকুল। জেলায় ৫ হাজার ২৯৯টি আমবাগান ও ১৩ হাজার আমচাষি রয়েছে। এ বছর সারাদেশ থেকে ৬০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানি করা হবে। শুধু সাতক্ষীরা থেকে যাবে ১০০ মেট্রিকটন আম। আর এসব রপ্তানির কাজে নিরাপদ আম বিদেশে পাঠাতে বছরজুড়ে চাষিদের নানা প্রশিক্ষণ দিয়ে থাকেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছে কাঁচা ও পাঁকা আমের যথাযথ ব্যবহার নিশ্চিত না করে বিদেশে আম জাত পণ্য রপ্তানি করায় কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখিন হচ্ছে দেশীয় আম শিল্প।

বিশ্ব জলবায়ু পরিবর্তন, বিশেষত ভারতের ফারাক্কা বাঁধের অভিশপ্ত প্রভাবে গ্রীষ্মকালে ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা এবং শীতকালে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রায় ৩৭% উর্বর জমি মরুভূমিতে পতিত হচ্ছে। তেমনি নতুন নতুন রোগ ব্যাধি দেখা দিয়েছে আমের ফলনে। ফলে বহুমুখী উপযোগিতা হারাচ্ছে তেমনি স্বাভাবিক ভাবে আমের উৎপাদনও কমে আসছে।

এক সমীক্ষায় দেখানো হয়েছে যে, বিদেশ থেকে বৈধভাবে যে পরিমাণ ফল আমদানি করা হয়, রপ্তানি করা হয় তার ৬২ ভাগের ১ ভাগ। বাংলাদেশে প্রতি বছর ২৭,৪৬৬ হেক্টর জমি থেকে ৮,৮৯,১৭৬ মেট্রিক টন আম উৎপাদন হয় (বিবিএস, ২০১২)। বর্তমানে আমের উৎপান প্রায় দ্বিগুণ। বিশ্বের প্রধান দশটি আম উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম এবং আগাম জাতের আম উৎপাদনে সাতক্ষীরা জেলা প্রথম। আম আমাদের দেশে মৌসুমি অর্থকরী ফল হিসেবে গুরুত্ব পেলেও একে শিল্পজাত পণ্য হিসেবে প্রক্রিয়াজাতকরণে কার্যকর গবেষণা অদ্যাবধি না নেয়ায় হুমকীর মুখে পড়তে যাচ্ছে আম চাষ।

তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অধিক জনসংখ্যার ভারে আক্রান্ত। সাধারণ জনগণের অপুষ্টি দূরীকরণে, বেকারত্ব দূরীকরণ তথা দেশের আর্থসামাজিক উন্নয়নে আম শিল্পের বিকাশ পুরোপুরি ঘটিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

বাংলাদেশের প্রেক্ষিতে নার্সারি পর্যায়ে আম চারা উৎপাদন একটি ব্যবসা, কৃষক পর্যায়ে আম চাষ লাভজনক কৃষি পণ্য, ব্যবসায়ী পর্যায়ে মৌসুমি ব্যবসা হিসেবে বিবেচিত হলেও আমকে শিল্পের পর্যায়ে ভাবা হয় না। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ কোমল পানীয়, বিদেশি জুস, জ্যাম, জেলি ইত্যাদি আমদানি করা হয়; আমকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে তা পণ্যে রূপান্তর করে দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব। বিশেজ্ঞরা বলছে যদি দেশে এ জাতীয় পণ্য রপ্তানি করতে না হয় তাহলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা দেশেই থাকতো; তদুপরি বিদেশে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের ফলে দেশের আর্থসামাজিক পরিবর্তন ঘটতো।

ফল বিশেজ্ঞরা বলছে, অর্থনৈতিক দিক থেকে আমের অবদান কোনো অংশে কম নয়, আন্তর্জাতিক মানের এই ফলটি শুধু পুষ্টি ও স্বাদের জন্যই বিখ্যাত নয়, এটি বাংলাদেশের অর্থনীতিতেও ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। কয়েকজন ব্যসায়ীর সাথে কথা হলে তারা জানান, কয়েক বছর ধরে তারা সাতক্ষীরা থেকে আম কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে। কিন্তু তারা লেনদেন করতে নিরাপত্তাহীন মনে করেন। আবার জেলার অনেক আম ব্যবসায়ী বাজারের আড়ৎদারদের কাছে জিম্মি বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ আড়ৎদারদের কাছ থেকে দাদন নিয়ে ব্যবসা করার কারণে বাগানের সমস্ত আম উঠার পর আড়ৎদারদের কাছে সেই আম বিক্রি করতে বাধ্য হতে হয়। ফলে সিন্ডিকেটের কবলে পড়তে হয় জেলার গোটা আম ব্যবসায়ীদের। একটি আম উৎপাদন থেকে ভোক্তার বাড়ী পর্যন্ত পৌছাতে ৮ থেকে ১০বার হাত বদল হয়। এতে আমের দাম কয়েক গুণ বৃদ্ধি পায়। শুধু আড়তে আম উঠানোর করণে আড়ৎদারদের শতকরা আট থেকে দশ টাকা হারে খরচ দিতে হয়। এ ব্যাপারে খামারবাড়ি কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, ‘দেশের অন্য জেলার তুলনায় ১৫-২০ দিন আগে সাতক্ষীরার আম পরিপক্ক হয়। সে কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে রপ্তানি বাজারে বেশি গুরুত্ব পায় সাতক্ষীরার আম।’

তিনি বলেন, ‘বিদেশে রপ্তানি হওয়া আম বাগানগুলোতে আগে থেকে তত্ত্বাবধান শুরু করে কৃষি বিভাগ। যেন কোনো চাষি ওই বাগানগুলোতে কীটনাশক প্রয়োগ করতে না পারে। সম্পূর্ণরুপে বিষমুক্ত আম রপ্তানি হয় বিদেশে।’

সংবাদ টি শেয়ার করে সহযোগীতা করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ

Tags

অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ার ফজিলত আটকাবে কী করে মেসিকে ক্রোয়েশিয়া; জানিয়ে দিলেন কোচ ঈশ্বরদীতে লিচু বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার ওয়েব সিরিজে অভিনয় করছেন অঙ্কুশ; প্রকাশ করলেন ফার্স্টলুক কোলেস্টেরল নিয়ন্ত্রণে কিশমিশ যেভাবে খাবেন খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরায় পালিত ভোর হতেই প্রধানমন্ত্রীর জনসভায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা যশোর হাসপাতালের সাড়ে ৪ কোটি টাকার টেন্ডারে অনিয়ম’ দুদকের অভিযান রোমানিয়ান তরুণী এলেনা বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে এখন সাতক্ষীরায় শরীয়তপুরে ব্যাংক কর্মচারী মাসুম হত্যা মামলার ২ আসামি আটক সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে সাতক্ষীরা পৌরসভার সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় র‌্যাব-৬ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল প্রতাপনগরের মানুষ ভাসমান সেতু পেয়ে খুশি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন বিষয়ে মতবিনিময় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন; বিচার বিভাগ অন্ধকারের বিরুদ্ধে ভোরের সূর্য সাতক্ষীরা শহরসহ জেলার বিভিন্ন এলাকা মুড়ে গেছে ঘন কুয়াশার চাদরে সাতক্ষীরা সরকারি কলেজের প্রধান ফটকে কোম্পানীর সেই সাইনবোর্ড বিক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদে অপসারণ সাতক্ষীরা হবে মাদক ও সামাজিকব্যাধি মুক্ত: বললেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সাতক্ষীরায় আটককৃত আরাবিয়ান ঘোড়া আনসার বাহিনীর কাছে হস্তান্তর করল বিজিবি সাতক্ষীরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ সাতক্ষীরায় ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক খুলনায় উদ্ধার ছিনতাই চক্রের ৪ সদস্য আটক সাতক্ষীরায় টাকা দিয়ে খাবার খাওয়ার জন্য হোটেলে ঢোকার অনুমতি নেই ভিক্ষুকের সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২ সাতক্ষীরায় তিন দিনব্যাপী বিটিভির ভিডিও চিত্র ধারণ সম্পন্ন সাতক্ষীরায় দুই সহকারী অধ্যাপকের ওপর হামলায় জড়িতদের আটকের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় প্রাইভেটকার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সাতক্ষীরায় বারি-১৪ ও ১৭ জাতের সরিষা চাষে আশার আলো দেখছে কৃষকরা সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ২৫ পিস স্বর্ণের গহনা আটক সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজিবি’র বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় বোরো মৌসুমে লবনাক্ত সহনীয় ধান চাষের উৎপাদন আরো বাড়ছে সাতক্ষীরায় মাঠজুড়ে সরিষা চাষ; আর মধু সংগ্রহের কর্মযজ্ঞতা সাতক্ষীরায় মেয়েদের জন্য ভিক্ষা ছাড়েন অন্ধ নজরুল; অভাবেও পড়াতে চান সন্তানদের সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড সাতক্ষীরায় র‌্যাব-৬ এর অভিযানে সেনাবাহিনীর এক ভূয়া সদস্য আটক সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে বাঘের চামড়া উদ্ধার সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভালবাসায় আন্তজার্তিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালন সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন সাবিনা খাতুন ও মাসুরাকে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান সাতক্ষীরায় ৩৩ বিজিবি'র অভিযানে বিভিন্ন সময় আটককৃত মাদকদ্রব্য ধ্বংস সাতক্ষীরায় ৬ শত শিক্ষার্থী ও ছিন্নমুল শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সারাদেশের ন্যায় সাতক্ষীরা-খুলনা ও চুপনগরে ৩৫২ কিলোমিটার মহাসড়ক উদ্বোধন ৪ মাসে বাণিজ্য ঘাটতি ১ লক্ষ কোটি টাকার বেশি
© All rights reserved © 2023 দেশ সংবাদ ২৪
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি